ডেস্ক রিপোর্ট : মেটার সাবেক পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ কোম্পানিটির পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন।
মেটা ভবিষ্যতের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ায় এখনই পদত্যাগ করার সঠিক সময় বলে মনে করছেন প্রযুক্তি খাতের এই সবচেয়ে ক্ষমতাধর নারী।
মেটার পরিচালনা পর্ষদ থেকে চলে গেলেও এখানে তিনি একজন অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে কাজ করবেন। সিইও মার্ক জুকারবার্গ কোম্পানিতে ‘অনবদ্য অবদান’ রাখার জন্য স্যান্ডবার্গকে ধন্যবাদ জানিয়েছেন।
স্যান্ডবার্গ যখন কোম্পানিটিতে যোগ দিয়েছিলেন তখন এটি ছিলো ফেসবুক নামে খুবই ছোট একটি উদ্যেগ।
গুগলের এই সাবেক কর্মকর্তা ক্রমান্বয়ে ফেসবুকের বিজ্ঞাপন ব্যবসাকে মুনাফার শক্তিশালী পাওয়ারহাউজ হিসেবে তৈরি করেছেন। পরবর্তীতে কোম্পানিটি ইনস্টাগ্রাম, হোয়াটসআপ এবং ম্যাসেঞ্জারকে সঙ্গে নিয়ে আরো বড় হয়ে উঠে।
ফেসবুক ও মেটার সিওও হিসেবে ১৪বছরের বেশি সময় এবং ১২ বছর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন স্যান্ডসবার্গ। তবে স্যান্ডসবার্গের সময়ে মেটাকে অনেক সমালোচনার ঝড়ও সামাল দিতে হয়েছে।
এরমধ্যে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে মিথ্যা তথ্য প্রচার, ২০১৮ সালে ক্যামব্রিজ অ্যানালিটিকা প্রাইভেসি স্ক্যান্ডাল এবং ২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গা নিয়ে তথ্য প্রচারে ফেসবুকের ভূমিকা প্রশ্নবিদ্ধ।
বিবিসি