Friday 3 May 2024
আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

অ্যাপলের স্মার্টওয়াচ বিক্রির ওপর নিষেধাজ্ঞা বহাল

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে অ্যাপলের দুটি মডেলের স্মার্টওয়াচ বিক্রির ওপর আবারো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই ঘড়িগুলোতে ব্যবহৃত রক্তে অক্সিজেন পরিমাপক ফিচারের প্যাটেন্ট নিয়ে আইনি লড়াইয়ের প্রেক্ষিতে পুনরায় এ নিষেধাজ্ঞা দেয়া হলো।

এর আগে অ্যাপলের সিরিজ ৯ এবং আল্ট্রা ২ এই দুটি মডেলের ওপর নিষেধাজ্ঞা থাকলেও মামলা চলমান থাকায় তখন বিক্রির অনুমোদন ছিলো।

পরবর্তীতে আপিল আদালতে বিক্রির অনুমোদনের সিদ্ধান্ত পরিবর্তিত হয়। প্রযুক্তিটির প্যাটেন্ট নিয়ে অ্যাপলের সাথে চিকিৎসা প্রযুক্তি সরঞ্জাম নির্মাতা কোম্পানি ম্যাসিমোর আইনি বিবাদ চলছে।

ম্যাসিমো এবং স্পিন-অফ ক্যারক্যকর আইফোন নির্মাতা অ্যাপলের বিরুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ কর্মীদের ছিনিয়ে নেয়া এবং রক্তে অক্সিজেন পরিমাপের যন্ত্রের প্রযুক্তি চুরির অভিযোগ তুলেছে।

গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন জানিয়েছে, অ্যাপল কিছু কিছু প্যাটেন্ট অধিকার লঙঘন করেছে। এরপরিপ্রেক্ষিতে অ্যাপলের কিছু কিছু পণ্য আমদানি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয়। সংস্থাটির এ সিদ্ধান্ত ডিসেম্বরের শেষে বাস্তবায়নের কথা থাকলেও আপিল চলমান থাকার কারণে তা স্থগিত ছিলো।

অ্যাপল জানিয়েছে, বিতর্কিত বøাড অক্সিজেন ফিচার ছাড়াই ঘড়ি বাজারে নিয়ে আসা হবে। তবে ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন প্যাটেন্ট লঙ্ঘন নিয়ে যে অভিযোগ উঠিয়েছেন তার সঙ্গে একমত নয় কোম্পানিটি।

২০২০ সাল থেকে সিরিজ ৯ এবং আল্ট্রা ২ সহ অ্যাপলের বেশিরভাগ স্মার্টওয়াচে এই ফিচারটি ব্যবহার করে আসছে অ্যাপল।

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ