Friday 3 May 2024
গ্যাজেটস

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

স্যামসাংকে টপকে বিশ্বের শীর্ষ ফোননির্মাতা কোম্পানি অ্যাপল

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক স্মার্টফোন বাজারের সিংহভাগ দখল এখন মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের হাতে।

সুদীর্ঘ ১২ বছর এ অবস্থানে ছিলো দক্ষিণ কোরিয়ার ইলেক্ট্রিক কনগেøামারেট কোম্পানি স্যামসাং। গত বছর রফতানিকৃত ফোনের এক-পঞ্চমাংশই সরবরাহ করেছে অ্যাপল।

ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) এ তথ্য দিয়েছে।

আইডিসি আরো জানিয়েছে, স্যামসাং, চীনা ফোন নির্মাতা কোম্পানি শাওমি এবং অপো স্মার্টফোনের বাজারে ১৯ দশমিক ৪ শতাংশ দখল রেখেছে। এরপরেই রয়েছে ট্রানশন।

আইডিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর সবমিলিয়ে ১২০ কোটি স্মার্টফোন বিক্রি হয়েছে। আগের বছরের তুলনায় যা তিন শতাংশ কম। গত এক দশকের মধ্যে এটিই সর্বনিম্ন বিক্রি। নানাবিধ অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং উচ্চ সুদের হারের কারণে অনেকেই এখন বুঝেশুনে ব্যয় করছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন চলতি বছরই বাজার আবার ঘুরে দাঁড়াতে থাকবে। বাজার মন্দা সত্তেও গত বছর ২৩ কোটি ৪০ লাখের বেশি ফোন বিক্রি করে এক্ষেত্রে শীর্ষ অবস্থান ধরে রেখেছে অ্যাপল।

আইডিসির নাবিলা পোপ্যাল বলেছেন, ‘প্রথম তিন কোম্পানির মধ্যে অ্যাপল শুধুমাত্র প্রথম অবস্থানই ধরে রাখে নি ; এই প্রথমবারের মতো এক নম্বর স্থানে পৌঁছুলো কোম্পানিটি। ক্রমবর্ধমান রেগুলেটরি চ্যালেঞ্জ এবং হুয়াওয়ের থেকে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হওয়া সত্তে¡ও অ্যাপল এ অর্জন করেছে। ’

অন্যদিকে মেমোরি চিপ, স্মার্টফোন এবং টেলিভিশন নির্মাণ করে এতোদিন বিশ্বে শীর্ষ অবস্থানে থাকা স্যামসাংয়ের জন্য সময়টি ভালো যাচ্ছে না। ট্রানসন এবং শাওমির মতো কোম্পানিগুলোর সস্তা অ্যান্ড্রয়েড মডেলগুলো স্যামসাংকে তীব্র প্রতিযোগিতার মুখে ফেলেছে।

বিবিসি

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ