Saturday 26 April 2025
আন্তর্জাতিক

editor

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

ব্রিটিশ গোয়েন্দাসংস্থার সতর্কতা : এআইর কারণে সাইবার হামলা বাড়বে !

টেকটক বাংলাদেশ ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন টুলসের দ্রুত উত্থানে সাইবার হামলা বেড়ে যেতে পারে এবং ডিজিটাল ক্ষতি করতে ইচ্ছুক হ্যাকারদেরকে বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টির সক্ষমতা কমে আসবে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ’র সাম্প্রতিক এক প্রতিবেদনে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।

হ্যাকারদের প্রবেশে প্রতিবন্ধকতা আরোপের সক্ষমতা কমে আসলে বিশ্বব্যাপি র‌্যানসমওয়্যার হামলা বেড়ে যাবে। এ ধরনের হামলায় মূলত ডিজিটাল মুক্তিপণের জন্য অপরাধীরা কম্পিউটার সিস্টেম জব্দ করে। জিসিএইচকিউর প্রতিবেদনে বলা হয়েছে, ‘আগামি দুই বছর এআইর কারণে অবশ্যই সাইবার হামলা বেড়ে যাবে।

এছাড়াও সাইবারজগতের অপরাধীদের সক্ষমতা বাড়িয়ে দিবে ফলে বড় ধরনের হামলা করতেও খুব বেশি দক্ষ হওয়ার প্রয়োজন হবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটবটের মতো জেনারেটিভ এআই টুলগুলো অনলাইনে প্রতারণামূলক কার্যক্রমের জন্য আরো বিশ্বাসযোগ্য ইমেইল অথবা নথিপত্র তৈরি করতে পারবে।

বিশ্বজুড়ে গোয়েন্দাসংস্থাগুলো অলগারিদম নিয়ে নিরাপত্তাজনিত সমস্যায় রয়েছে। কারণ এই অলগারিদমের মাধ্যমে সৃষ্ট প্রযুক্তিগুলো মানুষের মতোই প্রতিক্রিয়া প্রকাশ করতে পারে। যেমন- ওপেনএআই’র চ্যাটবট চ্যাটজিপিটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অথবা এলএলএম ব্যবহার করে।

এআইয়ের কারণে নিরাপত্তা হুমকির বিষয়টি এখন গুরুত্ব দেয়া হচ্ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডার কর্তৃপক্ষ জানিয়েছে তারা হ্যাকারদেরকে এই প্রযুক্তি গ্রহন করতে দেখেছেন।

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ