Saturday 26 April 2025
আন্তর্জাতিক

editor

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

টাচবার ও লো প্রোফাইল সুইচযুক্ত আসুসের নতুন কীবোর্ড

টেকটক বাংলাদেশ ডেস্ক : টাচবারযুক্ত লো প্রোফাইল কম্প্যাক্ট গেমিং কীবোর্ড উন্মোচন করেছে তাইওয়ানভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা আসুস।

আরওজি ফলচিওন আরএক্স নামের কী বোর্ডটি সর্বশেষ সিইএস ২০২৪ এ উন্মোচন করা হয়। আরওজি ফলচিওন আরএক্স মূলত একটি লো প্রোফাইলের তারবিহীন মেকানিক্যল কী বোর্ড। এটি ২৬ দশমিক ৫ মিলিমিটার প্রোফাইলযুক্ত ‘৬০ শতাংশ ফ্রেমে ৬৫ শতাংশ কীবোর্ড’। অর্থাৎ কীবোর্ডটিতে কোন নির্দিষ্ট নম্বর প্যাড নেই।

তবে কী বোর্ডটির একেবারে উপরের দিকে নম্বরের সারি থাকবে; যার সাথে আরো রয়েছে ইনসার্ট, ডিলিট, পেজ আপ/ডাউন এবং অ্যারো কী। এখানে প্রি-লুব্রিকেট আরএক্স রেড এবং বøু মেকানিক্যল সুইচ ব্যবহার করা হয়েছে। আরজিবি লাইটিং ডেস্কটপ সফটওয়্যার আসুস আরমরি ক্রাট নিয়ে কনফিগার করা যেতে পারে বা তা পুরোপুরি বন্ধ করাও যেতে পারে।

এছাড়াও ম্যাকের জন্য এটি পুরোপুরি সমর্থন করে এবং বিশেষভাবে ম্যাকওএসগুলোর একটি কী রিম্যাপ রয়েছে; যা সাধারনত গেমিং অ্যাসোসরিসগুলোয় থাকে না। আরওজি ফলচিওন আরএক্স কীবোর্ডটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে এর টাচ প্যানেল। কীবোর্ডের একেবারে উপরে এই টাচ প্যানেলটি রয়েছে। এটি অনেকটা অ্যাপল তাদের ম্যাকবুক প্রো ল্যাপটপে ব্যবহৃত টাচ বারের মতোই। ভলিউম বাড়ানো-কমানো, মিডিয়া প্লেব্যাক কন্ট্রোল করা, কীবোর্ডের লাইটিং পরিবর্তন করার মতো কাজগুলো এই টাচবারের সাহায্যে করা যায়। কনেক্টেভিটি এই আরওজি ফলচিওন আরএক্স কীবোর্ডেওর একটি শক্তিশালী দিক।

লো-ল্যাটেন্সি ওয়্যারলেসের জন্য এরসাথে একটি ২ দশমিক ৪ গিগাহার্টজের ইউএসবি অ্যাডাপ্টার রয়েছে। আরওজি হার্প বা কেরিস টু মাউসের মতো যদি অন্যান্য সমর্থিত ওয়্যারলেস আসুস আরওজি ডিভাইস থাকে সেগুলোও একই অ্যাডাপ্টারের সাথে যুক্ত করা যাবে। আসুস জানিয়েছে একটি ইউএসবি-সি ক্যাবল যুক্ত করে একে সাধারন তারযুক্ত ইউএসবি কীবোর্ডের মতোও ব্যবহার করা যাবে। 

এই মুহুর্তে অ্যামাজন থেকে ১৭০ ডলারে এই আসুস আরওজি ফলচিওন আরএক্স লো প্রোফাইল কীবোর্ডটি কেনা যাবে। আগামি কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য রিটেইলারদের কাছেও কীবোর্ডটি থাকবে বলে জানা গিয়েছে। এটি প্রায় যেকোন কম্পিউটার ও মোবাইল ডিভাইসের সাথে কাজ করবে।

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ