টেকটক বাংলাদেশ ডেস্ক : যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া তাদের আরটিএক্স জিপিইউতে আরো একটি এআই ফিচার যোগ করতে যাচ্ছে। আরটিএক্স ভিডিও এইচডিআর নামের এই ফিচারের সহায়তায় এসডিআর ভিডিওগুলোকে এইচডিআর ফরম্যাটে কনভার্ট করা যাবে।
সর্বশেষ আপডেট ড্রাইভারটি ডাউনলোড করে এনভিডিয়া কন্ট্রোল প্যানেল থেকে আরটিএক্স ভিডিও এইচডিআর সক্রিয় করা যাবে। প্রযুক্তিপণ্যের সবচেয়ে বড় প্রদর্শনী সিইএস ২০২৪ এ আরটিএক্স ভিডিও এইচডিআর সম্পর্কে প্রথম জানা যায়।
এটি খুবই চমৎকার একটি ফিচার যা স্ট্রিমিং কনটেন্টে আরো অতিরিক্ত গভীরতা যুক্ত করবে এবং এটি সব আরটিএক্স গ্রাফিকস কার্ডে কাজ করবে। এছাড়াও আরটিএক্স ভিডিও এইচডিআর ফিচারটি ভিডিও সুপার রেজ্যুলেশনেও ব্যবহার করা যাবে।
উল্লেখ্য, এই ভিডিও সুপার রেজ্যুলেশন একটি এআই প্রযুক্তি যা কম রেজ্যুলেশনের কনটেন্টগুলোকে উচ্চ রেজ্যুলেশনের কনটেন্টে কনভার্ট করতে পারে। ভিডিও সুপার রেজ্যুলেশনে আরটিএক্স ৩০ সিরিজ অথবা ৪০ সিরিজের জিপিইউ প্রয়োজন হয়।
তবে আরটিএক্স ভিডিও এইচডিআর শুধুমাত্র গুগল ক্রোম এবং এআই পরিচালিত ওয়েবব্রাউজার মাইক্রোসফট এজে ব্যবহার করা যাবে। প্রযুক্তিটি ফায়ারফক্স অথবা সাফারিতে সমর্থন করবে না। নতুন আরটিএক্স ভিডিও ফিচারটি ব্যবহার করতে হলে ৫৫১ দশমিক ২৩ গেম রেডি ড্রাইভার ইনস্টলের পর এনভিডিয়া কন্ট্রোল প্যানেল ভিডিও সেটিংসে যেতে হবে। এই ড্রাইভারটি আপডেট করার ফলে ডাইরেক্টএক্স ১২ শিরোনামের জন্য আল্ট্রা লো ল্যাটেন্সি মোড যুক্ত করবে।