টেকটক বাংলাদেশ ডেস্ক : ইনস্টাগ্রাম ও ফেসবুকে অপ্রত্যাশিত ম্যাসেজ থেকে কিশোর- কিশোরীদের সুরক্ষিত রাখতে আরো নীতিমালা তৈরি করছে মেটা।
বিশ্বের বিভিন্ন দেশের রেগুলেটররা মেটার বিভিন্ন অ্যাপসের ক্ষতিকর কনটেন্ট থেকে কিশোর-কিশোরীদের রক্ষার চাপ দেয়ার পরিপ্রেক্ষিতে এ উদ্যেগ নেয়া হচ্ছে। মাত্র কয়েক সপ্তাহ আগেই হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামের সত্ত¡াধিকারী কোম্পানিটি জানিয়েছে কিশোর-কিশোরীদের থেকে তারা আরো তথ্য গোপন করবে।
যুক্তরাষ্ট্রের সিনেটে মেটার একজন সাবেক কর্মকর্তার দেয়া স্বাক্ষ্যের পর রেগুলেটরদের নজরদারি বেড়ে গিয়েছে। ঐ কর্মকর্তা বলেছিলেন এই প্লাটফর্মে কিশোর- কিশোরীরা হয়রানিসহ অন্যান্য যেসব ক্ষতির সম্মুখিন হচ্ছে সে বিষয়ে কোম্পানিটি অবগত রয়েছে কিন্তু তারা এসবের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ।
মেটা জানিয়েছে, ইনস্টাগ্রামে ফলো করছে না অথবা সংযুক্ত নয় এমন কারো থেকে আসা সরাসরি ম্যাসেজগুলো টিনেজরা আর দেখতে পাবে না। এছাড়া অ্যাপের সেটিংসে কোন পরিবর্তন আনতে হলেও অভিভাবকদের অনুমোদন লাগবে। ম্যাসেঞ্জারের ক্ষেত্রে ১৬ বছর বয়সীদের নিচে এবং কিছু কিছু দেশে ১৮ বছরের কম বয়সীরা শুধুমাত্র ফেসবুক ফ্রেন্ড এবং ফোন কনটাক্টে থাকা ব্যাক্তিদের দেয়া ম্যাসেজ দেখতে পাবে।