Saturday 26 April 2025
আন্তর্জাতিক

editor

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

মাইক্রোসফটের বাজারমূল্য তিন ট্রিলয়ন ডলার

টেকটক বাংলাদেশ ডেস্ক : গত বুধবার শেয়ারবাজারে লেনদেনের পর যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের বাজার মূল্যমান তিন ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। এতে করে অ্যাপলের পরেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি কোম্পানি হিসেবে জায়গা করে নিলো মাইক্রোসফট।

চলতি বছরের শুরু থেকেই ওয়ালস্ট্রিটের সবচেয়ে বেশি মূলধনের শেয়ারের জায়গা দখল করার জন্য মাইক্রোসফট ও অ্যাপল প্রতিদ্ব›দ্বীতরা করে যাচ্ছে। বুধবারের লেনদেনে মাইক্রোসফটের শেয়ারদর ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪০৫ ডলার ৬৩ সেন্টে দাঁড়ায়। তবে দিনের শেষ পর্যায়ে লেনদেনে শেয়ারপ্রতি দাম কিছুটা কমে ৪০২ ডলার ৫৬ সেন্টে পৌঁছে মোট বাজার মূল্যমান দাঁড়ায় ২ দশমিক ৯৯ ট্রিলিয়ন ডলার; যা তিন ট্রিলিয়ন ডলারের চেয়ে কিছুটা মাত্র কম।

অন্যদিকে অ্যাপলের দিনের শেষ লেনদেনে শেয়ারদর ১৯৪ ডলার ৫০ সেন্টে পৌঁছে। সবমিলিয়ে কোম্পানিটির মূল্যমান দাঁড়ায় ৩ ট্রিলিয়ন ডলার।

কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত চ্যাটবট চ্যাটজিপিটি প্রস্তুতকারী কোম্পানি ওপেনএআইয়ে বড় অংকের বিনিয়োগ রয়েছে মাইক্রোসফটের। ধারণা করা হচ্ছে আফাবেটসহ বিভিন্ন প্রযুক্তি জায়ান্টদের মধ্যে জেনারেটিভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (এআই) বাজারে আধিপত্য বিস্তারের দৌড়ে এগিয়ে থাকবে মাইক্রোসফট।

ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহার করে বিং সার্চ ইঞ্জিণের মতো ফ্লাগশিপ প্রোডাক্টিভিটি সফটওয়্যারগুলোর নতুন সংস্করণ বের করছে। গুগলের সার্চ ইঞ্জিণের সাথে এটি খুব ভালোভাবেই টেক্কা দিতে পারবে বলে আশা করা হচ্ছে।

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ