Tuesday 10 September 2024
বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

টেলিগ্রামে অটোমেটিক মুছে যাবে নির্দিষ্ট অডিও-ভিডিও বার্তা !

টেকটক বাংলাদেশ ডেস্ক: ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা বাড়াতে এবার নিজেদের ‘ভিউ ওয়ানস’ সুবিধার পরিধি বাড়িয়েছে টেলিগ্রাম। নতুন এ সুবিধা চালুর ফলে টেলিগ্রাম অ্যাপে আদান-প্রদান করা নির্দিষ্ট অডিও-ভিডিও বার্তা প্রাপক শোনার সঙ্গে সঙ্গেই মুছে যাবে। অর্থাৎ, অন্যদের পাঠানো গুরুত্বপূর্ণ অডিও-ভিডিও বার্তা প্রাপক শুধু একবারই শুনতে পারবেন।

নিরাপদে একে অপরের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকায় টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে নিয়মিত বার্তা, ছবি, অডিও বা ভিডিও আদান-প্রদান করেন অনেকেই। এ সুবিধা ব্যবহারের জন্য অডিও এবং ভিডিও বার্তা পাঠানোর সময় রেকর্ডিং অপশন চালু করে ‘ভিউ ওয়ানস’ আইকনে ক্লিক করতে হবে।

গত বছরের সেপ্টেম্বর মাসে প্রথম ‘ভিউ ওয়ানস’ সুবিধা চালু করে টেলিগ্রাম। এত দিন এই সুবিধা কাজে লাগিয়ে শুধু ছবি ও ভিডিও আদান-প্রদান করা যেত। এবার অডিও-ভিডিও বার্তায়ও এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের আদান-প্রদান করা সব তথ্য বর্তমানের তুলনায় আরও বেশি নিরাপদ থাকবে।


  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ