টেকটক বাংলাদেশ ডেস্ক: ২০১৮ সালে ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার ইলন মাস্ককে দেয়া ৫ হাজার ৬০০ কোটি ডলার প্রদান চুক্তিটি বাতিলের রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার রাজ্যের একজন বিচারক।
এই বেতন অতিরিক্ত অভিযোগ করে একজন শেয়ারহোল্ডারের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দেয়া হয়েছে।
ডেলাওয়্যার রাজ্যের জজ ক্যাথালিন করমিকের দেয়া রায়ে বলা হয়েছে, এই বেতন প্যাকেজে টেসলা বোর্ডের অনুমোদনটি ‘খুবই ত্রুটিপূর্ণ।’ করপোরেট ইতিহাসে এটিই সবচেয়ে বড় অংকের বেতন চুক্তি। এর সুবাদে মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হয়েছেন। এক সপ্তাহ ধরে চলমান শুনানীতে টেসলার পরিচালকরা জানান বিশ্বের সবচেয়ে গতিশীল উদ্যেক্তাদের একজন কোম্পানিতে তার মনোযোগ অব্যাহত রাখবেন এমনটা নিশ্চিত করতেই চুক্তিটি হয়েছিলো।
তবে বিচারক তার রায়ে জানান, টেসলা এবং মাস্কের এটর্নী ‘প্রমাণ করতে পারেননি যে শেয়ারহোল্ডারদের ভোট পরিপূর্ণভাবে গ্রহন করা হয়েছে।’ দুইশত পৃষ্ঠার এই রায় বিবরণীতে মাস্ককে দেয়া এই ক্ষতিপূরণকে ‘বিপুল অংক’ হিসেবে উল্লেখ করে তা শেয়ারহোল্ডারদের জন্য ন্যায্য নয় বলে জানিয়েছেন বিচারক ম্যাককরমিক।
তিনি আরো বলেন, বেতনের প্যাকেজটি টেসলার সেসব পরিচালকদের মাধ্যমে আলোচনা করা হয়েছিলো যারা মাস্কের ‘সুপারস্টার জাদুকে’ ঘিরে প্রভাবিত হয়েছিলো। টেসলার শেয়ারহোল্ডার রিচার্ড টর্নেটার আইনজীবি গ্রেগ ভ্যারালো ২০১৮ সালে মামলাটি হাতে নেন।
মামলার রায়ের পর তিনি বলেছেন, ‘ভালো মানুষদের জন্য ভালো দিন।’ ডেলাওয়্যার সুপ্রিম কোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে। রায়ের খবর প্রকাশের পর নিউ ইয়র্কের শেয়ারবাজারে টেসলার শেয়ারদর প্রায় তিন শতাংশ কমে যায়। চলতি বছরের এ পর্যন্ত টেসলার শেয়ারদর কমেছে ২০ শতাংশেরও বেশি।
টেসলার প্রধান নির্বাহি এবং একজন শীর্ষ শেয়ারহোল্ডার হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, রকেট কোম্পানি স্পেসএক্স এবং ব্রেইন চিপ নির্মাতা কোম্পানি নিউরালিঙ্কের মালিক ইলন মাস্ক।
বিবিসি