Friday 14 February 2025
আন্তর্জাতিক

editor

প্রকাশ : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

ক্ষমা চাইলেন মেটার সিইও জাকারবার্গ

টেকটক বাংলাদেশ ডেস্ক: ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ প্লাটফর্মগুলোর কারণে ক্ষতিগ্রস্ত শিশুদের অভিভাবকদের কাছে ক্ষমা চেয়েছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ । যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটে আয়োজিত শুনানীতে জাকারবার্গকে এ ভূমিকায় দেখা যায়।

টিকটক, স্ন্যাপচ্যাট, এক্স এবং ডিসকর্ডের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রধানরাও এই শুনানীতে অংশ নেন।  যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট ও রিপাবলিকান উভয়দলের সিনেটররা প্রায় চার ঘন্টা এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রধানদের প্রশ্নবাণে জর্জরিত করেন।

অনলাইনের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষায় তারা কোন ধরনের পদক্ষেপ নিয়েছেন তা জানতে চান আইনপ্রণেতারা। সিনেটের এই শুনানীতে স্বাক্ষ্য দিতে জাকারবার্গ এবং টিকটক সিইও শৌ ঝি স্বেচ্ছায় রাজি হন। কিন্তু স্ন্যাপচ্যাট , এক্স (আগের টুইটার) এবং ডিকর্ডের প্রধানরা প্রথমে স্বাক্ষ্য দিতে অস্বীকার করেন। কিন্তু পরবর্তীতে সরকার সমন জারি করলে তারা এখানে আসতে বাধ্য হন।

শুনানীতে উপস্থিত পরিবারগুলো অভিযোগ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কনটেন্ট দেখে প্ররোচিত হয়ে তাদের সন্তানেরা নিজের ক্ষতি করছে এবং কেউ কেউ আত্মহননের পথ বেছে নিয়েছে। আইনপ্রণেতারা যখন কঠিন প্রশ্ন করে সিইওদের বেকায়দায় ফেলে দেন তখন এই অভিভাবকরা আনন্দে করতালি দিচ্ছিলেন।



শুনানীতে সবচেয়ে গুরুত্ব দেয়া হয় অনলাইনে শিশুদের যৌণ হয়রানি থেকে সুরক্ষা দেয়ার বিষয়টির উপরে । এছাড়া শক্তিশালী পাঁচ সিইওকে সামনে পেয়ে আরো কিছু বিষয়েও প্রশ্ন করার সুযোগ হাতছাড়া করেননি সিনেটররা।  টিকটকের সিইও চেউয়ের কাছে জানতে চাওয়া হয় তারা ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের কাছে পাঠায় কিনা। এই সিইও তা অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি নিজে তিন সন্তানের বাবা। এই হিসেবে আমি জানি যে বিষয় নিয়ে আজ আলোচনা করা হচ্ছে তা প্রতিটি অভিভাবকের জন্য কতোটা ভয়াবহ এবং দুঃস্বপ্নের মতো।’

তিনি আরো জানান, সিঙ্গাপুরের নীতিমালার কারণে তার সন্তানেরা টিকটক ব্যবহার করতে পারে না।  সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে এই মুহুর্তে সবচেয়ে নজরদারিতে রয়েছে মেটা। কোম্পানিটির সিইও মার্ক জাকারবার্গ এ নিয়ে আটবার কংগ্রেসে স্বাক্ষ্য দিলেন।

রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ তার কাছে জানতে চান , ‘জনাব জাকারবার্গ আপনি কি ভাবছেন?’ তিনি ইনস্টাগ্রামের এই প্রম্পট দেখান জাকারবার্গকে যেখানে সতর্ক করে বলা হয়েছে ব্যবহারকারী সম্ভবত শিশু যৌণ নির্যাতন সংশ্লিষ্ট বিষয়বস্তু দেখতে যাচ্ছেন। আবার সেখানে লেখা ছিলো ‘যেকোন ভাবে ফলাফল দেখতে চান কিনা।’ 

এর প্রেক্ষিতে জাকারবার্গ বলেন, এর পেছনে ‘একটি মৌলিক বিজ্ঞান রয়েছে।’ আর তা হচ্ছে ‘এটি অনেক সময় উপকারীও হয়। ব্লক করে দেয়ার পরিবর্তে এটি আমাদেরকে ভালো কিছুর দিকেও ধাবিত করে। ’ তবে তিনি বিষয়টি ‘ব্যাক্তিগতভাবে দেখবেন’ বলেও আশ্বাস দিয়েছেন।

রিপাবলিকান সিনেটর জোশ হাউলি ভুক্তভোগি পরিবারের কাছে জাকারবার্গকে ক্ষমা চাইতে বললে তিনি দাড়িয়ে যান এবং দর্শকদের দিকে ফিরে বলেন ‘ আপনারা যে পরিস্থিতির দিকে যাচ্ছেন সেজন্য সবার কাছে আমি ক্ষমা চাইছি। এটি সত্যিই বেদনাদায়ক।’ 

বিবিসি

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ