টেকটক বাংলাদেশ ডেস্ক: শুরু হয়েছে অমর একুশে বই মেলা। অফলাইনের বই মেলার সৌরভ সারা বিশ্বে ছড়িয়ে দিতে রকমারি ডট কম শুরু করেছে অনলাইনে বই মেলার আয়োজন।
বই মেলা উপলক্ষে বিগত কয়েক বছর ধরে এমন আয়োজন করছে দেশের সবচেয়ে বড় এই বই বেচাকেনার প্ল্যাটফর্মটি ।
রকমারি অনলাইন বইমেলা ২০২৪-এ থাকছে নিশ্চিত ২৫% ছাড়। রকমারি অ্যাপে বই অর্ডারে গ্রাহক পাবেন আরও অতিরিক্ত ৩% ছাড় এবং চলবে (APPUSER কোড ব্যবহারে) ১ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ।
এবার মেলায় কি কি নতুন বই আসবে এবং সেগুলো কেনার জন্য মুখিয়ে থাকা ক্রেতারা যেন ঘরে বসেই বই পেতে পারেন সেইজন্য এই সুযোগ ।