Friday 11 October 2024
বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘সার্কল টু সার্চ’ ফিচার যুক্ত করলো গুগল

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘সার্কল টু সার্চ’ ফিচার যুক্ত করেছে গুগল। পিক্সেল ৮ সিরিজ, পিক্সেল ৮ প্রো এবং গ্যালাক্সি এস২৪ সিরিজে সর্বপ্রথম ফিচারটি যুক্ত করা হয়েছে। 

খুব সহজ টেক্সট প্রশ্ন করা থেকে ইমেজ সার্চ গুগলে ওয়েব সার্চের বিভিন্ন উপায় রয়েছে।

গুগল এখন অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর জন্য সার্কল টু সার্চ নামে আরেকটি পদ্ধতি চালু করেছে। এই ফিচারটি ব্যবহার করতে হলে ফোনে গুগল প্যানেল খুলতে হবে। স্ক্রিনে থাকা কোন ছবি বা লেখায় সার্কল, হাইলাইট করলেই গুগল এরভিত্তিতে ফলাফল দেখাবে।

গুগল তাদের নতুন ফিচার সার্কল টু সার্চের একটি ডেমো প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে কেউ একজন সাঁতার কাটতে থাকা একটি কুকুরের চশমায় গোল দাগ চিহ্নিত করেছে। সে অনুযায়ি এই চশমাটির জন্য সংশ্লিষ্ট পণ্যের পেইজটি তুলে ধরেছে গুগল। এই ডেমোতে আরো দেখানো হয়েছে সার্চের জন্য কিভাবে একটি টেক্সটের উপর আঙ্গুল ঘুরিয়ে নিয়ে আসা যায়।

এই সার্কল টু সার্চ ফিচারটি অনেকটা পরিচিত মনে হতে পারে। এর কারণ অতীতে অনেকবারই অ্যান্ড্রয়েডে অন স্ক্রিনের বিভিন্ন বিষয়বস্তু এবং টেক্সট শনাক্ত করতে এই ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে গুগল। ২০১৫ সালে অ্যান্ড্রয়েড ফোনে গুগল নাউ অন ট্যাপ ফিচারটি যুক্ত করা হয়।

এই ফিচারের মাধ্যমে টেক্সটের জন্য স্ক্রিন স্ক্যান করার পাশাপাশি অনুসন্ধানের জন্য শব্দ শনাক্ত করে। সার্কল টু সার্চ ফিচারটিকে অনেকটা পুরনো গুগল নাউ অন ট্যাপ ফাংশনের উন্নত সংস্করণ বলা যায়। এখানে বিষয়বস্তু শনাক্ত করার জন্য জেমিনি এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফিচারটির বিষয়ে গুগল আর বিস্তারিত কিছু জানায় নি। তবে জেমিনি এআই প্রযুক্তি সমর্থন করে এমন ডিভাইসগুলোতেই এই মুহুর্তে এ ফিচার থাকবে।  

হাউটুগিক

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ