Friday 3 May 2024
ফিচার

editor

প্রকাশ : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

গুগল ম্যাপের ১১ টি কার্যকর ফিচার

আপনি প্রায়ই নতুন নতুন জায়গায় বেড়াতে যান ? কিংবা যেতে পছন্দ করেন ? তাহলে গুগল ম্যাপের আপডেট , ন্যাভিগেশন নিশ্চয়ই আপনার দারুণ কাজে লাগে ।  বেড়াতে না গিয়েও  নিত্য দিনে আপনি যদি প্রতিদিন গুগল ম্যাপ ব্যবহার করেন তাহলে এর বেশ ভাল কিছু ফিচার দেখতে পাবেন । 

আসুন ভীষণ কাজের এই ফিচারগুলি চেক করি - 

নেভিগেশন সেটিংস রিভিউ করা 

ধরুন আপনি কোন এক ভ্রমণের দিন গুগল ম্যাপে সেট করেছিলেন " টোল রোড এড়িয়ে যাও " , তারপর আর সেটিং বদল করেন নি । ভুলেই গেছেন , আপনি ভুলেছেন কিন্তু গুগল তো ভুলে নি , তো কি হবে জানেন ? আপনার বর্তমান ভ্রমণে সে আপনাকে সব সময় টোল রোড বাদ দিয়েই পথ দেখাবে । ফলাফল হবে - গন্তব্যে  পৌছাতে আপনার দেরি , অযথা সময় নষ্ট এবং বিরক্তিকর ভ্রমণের অভিজ্ঞতা । এটা অবশ্য আপনি কোথায় অবস্থান করছেন তার উপর এটা নির্ভর করবে । 

তাই জার্নি শুরুর আগে গুগল ম্যাপের প্রোফাইল আইকনে ট্যাপ করুন , সেটিংস থেকে নেভিগেশনে যান । রুট অপশনে গিয়ে দেখুন সঠিক অপশন সিলেক্ট করা আছে কিনা । আপনি নিশ্চয়ই হাইওয়ে রোডে গিয়ে হাইওয়ে বা টোল রোড এড়াতে চাইবেন না । তাই ম্যাপের সেটিংস চেক করে যাত্রা শুরু করা হবে আপনার জন্য বেস্ট ।   

ইনকগনিটো মোড অন করা 

প্রযুক্তি আমাদের আজ্ঞাবহ । সে সবসময় আমাদের নির্দেশনার জন্য অপেক্ষা করে । প্রস্তুত করার সময় পাওয়া নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলে ডিভাইস । তাই গুগল ম্যাপে আপনি যদি পুর্বের সার্চ এবং লোকেশন ডাটা রাখতে না চান এবং  দ্রুত কাজ পেতে চান তাহলে ইনকগনিটো মোড অন করে নিন ।  প্রোফাইল আইকনে ট্যাপ করে অন করে নিন ইনকগনিটো মোড । 

অন করলে কি হবে না জানতে চান ? 

* ডিভাইসে থাকা ম্যাপ আপনার ব্রাউজ করা লোকেশন , হিস্ট্রি সেইভ করবে না । 

* লোকেশন হিস্ট্রি বা লোকেশন আপডেট করবে না । 

* ম্যাপ পার্সোনালাইজ করার জন্য আপনার একটিভিটি ব্যবহার করবে না ।  আপনার ম্যাপ ব্যবহার , ভয়েস সার্চ , গুগলের অন্যান্য সেবা , ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইত্যাদিতে কোন প্রভাব ফেলবে না ।   

লোকেশন হিস্ট্রি বন্ধ করা   

অনেকে লোকেশন হিস্ট্রি  রাখা পছন্দ করেন না । আপনি যদি গুগল ম্যাপকে আপনার লোকেশনের হিস্ট্রি একটি ট্যাবে রাখার অনুমতি না দিতে চান তাহলে প্রোফাইল আইকনে আলতো চাপুন এবং তারপরে ম্যাপে আপনার ডেটা চাপুন। আপনার অবস্থানের হিস্ট্রিতে  আলতো চাপুন। এটি আপনাকে আপনার Google অ্যাকাউন্টের কার্যকলাপ নিয়ন্ত্রণ পৃষ্ঠায় নিয়ে যাবে। লোকেশন হিস্ট্রির পাশে নীল সুইচটি দেখুন এবং আপনার Google ম্যাপের লোকেশন লগ করা থেকে গুগলকে থামানোর জন্য পজ নির্বাচন করুন। আপনি পূর্বে সংরক্ষিত সমস্ত স্থান পর্যালোচনা করতে এবং সেগুলি অপসারণ করতে কার্যকলাপ পরিচালনা বা ম্যানেজ এক্টিভিটি অপশনে ট্যাপ করতে পারেন । 

বিকল্পভাবে আরও একটি কাজ করা যায় , 

আপনি লোকেশন হিস্ট্রি চালু রাখতে পারেন এবং অটো-ডিলিট ট্যাপ করতে পারেন , এতে গুগল এই ডেটা তিন মাসের পুরনো হয়ে গেলে মুছে দেবে ।

অফলাইনে ম্যাপ ব্যবহার 

দ্রুতগতির ইন্টারনেট ফাইভ জি যুগে বসবাস করছি আমরা  তবে প্রত্যন্ত অঞ্চলে বেড়াতে গেলে শক্তিশালী ইন্টারনেট দুর্বল কিংবা একেবারে শূন্যতে পরিণত হতে পারে । তখন আপনাকে  সমস্যার মুখোমুখি হতে হবে ।  আপনি যদি প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা করেন, অফলাইন ব্যবহারের জন্য মানচিত্রগুলি ডাউনলোড করতে একদম ভুলবেন না। মানচিত্র ডাউনলোড করতে প্রথমে গুগল ম্যাপে প্রোফাইল আইকনে আলতো চাপুন এবং তারপরে অফলাইন মানচিত্র নির্বাচন করুন।  আপনার নিজের মানচিত্র সেট করুন আলতো চাপুন এবং আপনি যে জায়গায় আছেন তার একটি জুম আউট মানচিত্র দেখতে পাবেন। আপনাকে যা করতে হবে তা হল নীল আয়তক্ষেত্রটিকে আপনি যে এলাকায় যেতে চান তার উপরে নিয়ে যান এবং তারপর ডাউনলোড ট্যাপ করুন। ডাউনলোড করার আগে, গুগল ম্যাপ আপনাকে জানাবে  যে ডাউনলোড করা মানচিত্র আপনার স্মার্টফোনে কতটা জায়গা দখল করবে।  ডাউনলোডের তারিখ থেকে ৩০  দিন পর্যন্ত অফলাইন মানচিত্র ব্যবহার করতে পারবেন। চমৎকার না এই ফিচারটি !     

একাধিক স্টপেজের রুট ব্যবহার 

আপনি গুগল ম্যাপ ব্যবহার করে ভ্রমণের পরিকল্পনা করছেন ?  আপনার রুটে পরিকল্পিত স্টপেজ যোগ করে যাত্রা করার চেষ্টা করা উচিত। সাধারণত গুগল ম্যাপ দুটি জায়গার মধ্যে দ্রুততম সম্ভাব্য রুট দেখায়, কিন্তু আপনি যদি পথে অন্য কয়েকটি স্পট দেখার পরিকল্পনা করেন, তাহলে সেই জায়গা রুটে যোগ করলে এটি আপনাকে আরো বাস্তবসম্মত পথ পেতে সাহায্য করবে। আপনি গুগল ম্যাপ অন করে নিন এবং প্রথমে একটি রুট নির্ধারন করুন ।  এটি করার পরে, উপরের ডানদিকে তিন বিন্দু আইকনটি আলতো চাপুন এবং এড স্টপ নির্বাচন করুন। এটি আপনাকে অন্য একটি অবস্থান যুক্ত করার অনুমতি দেবে এবং আপনি গন্তব্যের আগে বা পরে সরানোর জন্য প্রতিটি স্টপের পাশে তিনটি অনুভূমিক রেখা আইকন টেনে আনতে পারেন। 

রিমাইন্ডার সেট করা 

যথাযথ সময়ে গন্তব্যে কে না পৌছাতে চায় ? জানেন কি সময়মতো আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য গুগল ম্যাপস আপনাকে একটি বিজ্ঞপ্তি পাঠাতে পারে। আপনি যে জায়গা থেকে রওনা দিচ্ছেন এবং গুগল ম্যাপে যে জায়গায় যাচ্ছেন তা লিখুন, তারপরে উপরের ডানদিকে তিন-বিন্দু আইকনটি আলতো চাপুন এবং ছেড়ে যাওয়ার জন্য একটি আনুমানিক সময় রিমাইন্ডার হিসেবে নির্বাচন করুন।  ডিপার্ট এট ট্যাবে যেয়ে আপনি বের হবার সময় যুক্ত করতে পারেন এবং সমাপ্ত হিট করুন। আপনার পছন্দের সময় অনুযায়ী ম্যাপ আপনাকে একটি বিজ্ঞপ্তি পাঠাবে।

বিকল্পভাবে, আপনি এরাইভ বাই ট্যাবে যান এবং আপনি কখন আপনার গন্তব্যে পৌঁছাতে চান তা নির্বাচন করতে পারেন।  গুগল ম্যাপস সময়মতো আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য সঠিক প্রস্থান সময় নির্ধারণ করবে এবং সেই অনুযায়ী একটি রিমাইন্ডার পাঠাবে। কেমন হবে বলুন তো ? নিশ্চয়ই উপভোগ করবেন এমন রিমিন্ডার । 

যানবাহনের আইকন পরিবর্তন 

আপনি দুর্দান্ত ভ্রমণের আনন্দে আছেন , একটু মজার কিছু করলে কেমন হয় ?  দ্রুত গুগল ম্যাপে যান । ডিফল্ট গাড়ির আইকন হল একটি নীল তীর । আপনি সেই তীরটি ট্যাপ করুন , তাহলে আপনি অন্যান্য গাড়ির আইকনও দেখতে পাবেন। পছন্দ মত একটি আইকন নির্ধারন করুন এবং সেট করুন ।     

গনপরিবহন অপশন কাস্স্টমাইজ করা 

ম্যাপের সার্চ অপশনে ঠিকানা দিতে হয় এই কথা ম্যাপ ইউজাররা সকলেই জানেন  ,  আপনি যখন একটি ঠিকানা দেন , তখন দেখবেন একটা ছোট ট্রেন এর অপশন আছে । এই ট্রেনে ট্যাপ করলে আপনি আপনার ঠিকানা অনুযায়ী গন পরিবহনের সময় এবং সম্ভাব্য রুট পেয়ে যাবেন । বেশির ভাগ ক্ষেত্রেই এটা সঠিক তথ্য দেয় কিন্তু গোপন টিপস হল - এই রুট বিকল্পের কাস্টমাইজযোগ্যতা ।  আপনি পাবলিক ট্রান্সপোর্ট নির্বাচন করার সময় অপশন বোতামটি ট্যাপ করুন। পাবলিক ট্রান্সপোর্টের পছন্দের মাধ্যমগুলি ছাড়া হুইলচেয়ার  প্রবেশযোগ্য এবং সর্বনিম্ন খরচের মতো অত্যন্ত দরকারী বিকল্পগুলি নির্বাচন করতে পারেন।  ভ্যাক্সিনেশন সেন্টার খুঁজুন  ভ্যাকসিন দেবেন ? কাছে পিঠে কোথায় ভ্যাকসিন দেয় জানেন না ?  গুগল ম্যাপে ভ্যাকসিন সেন্টার নিয়ার মি লিখে সার্চ দিন , ফড়ফড় করে অ্যাপে সকল তথ্য প্রকাশ করবে । ভ্যাকসিন দেয়ার জন্য আগে থেকে এপয়েন্টমেন্ট নিতে হবে কিনা , এমন সাহায্যকারী তথ্যের ব্যাপারটি ও উল্লেখ থাকবে ।     

সঠিক সময়ে লোকেশন শেয়ার করা 

গুগল ম্যাপ আপনাকে সঠিক সময়ে লোকেশন শেয়ার করার অপশন দেয় - জানেন কি ? হয়ত আপনার কাছে একটু অদ্ভুত শুনাবে  কিন্তু এটা একটা নিরাপদ ফিচার । যদি আপনি অনিরাপদ অনুভব করেন তাহলে পরিবারের সদস্য কিংবা নিকটতম বন্ধুর সাথে লোকেশন শেয়ার করতে পারেন । আবার আপনি কোন বন্ধুর বাসায় যাচ্ছেন তারা খুব আগ্রহী যে আপনি কত দূর এলেন এই বিষয়টি জানতে - তখনও  এই ফিচারটি বেশ সাহায্য করে ।  ফিচারটি ব্যবহার করতে গুগল ম্যাপের আইকনে গিয়ে  লোকেশন শেয়ারিং এ ক্লিক করুন ।  যখন আপনি শেয়ার শুরু করতে চান তখন কতটা সময় শেয়ার করতে চান সেই বিষয়টি ট্যাপ করে নিশ্চিত করুন । অবশেষে আপনার কন্টাক্ট লিস্ট থেকে বন্ধু অথবা একাধিক সদস্যদের সিলেক্ট করে লিংক পাঠিয়ে দিতে পারবেন । সদস্যরা প্রতি মুহ্রতে আপনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হবে ।  নিরাপদ হোক আপনার ভ্রমণ ।

 স্থানীয় ব্যবসা সম্পর্কে জানা 

আপনি আপনার এলাকার স্থানীয় ব্যবসা সম্পর্কে জানতে চান ?  চট করে যে কোন প্রয়োজনে কাছের দোকানে গিয়ে প্রয়োজন মেটানো সময় এবং পরিশ্রম দুটোই বাঁচায় ।  গুগল ম্যাপে বিজনেস অপশনের ডান পাশে সোয়াইপ করুন । তারপর এবাউটে ট্যাপ করুন ।  দেখবেন লিস্টে সেই সাথে অনেক জরুরী তথ্য আছে , যেমন - হুইল চেয়ার প্রবেশযোগ্য স্থান কোথায়  , বাথরুমটা কি লিঙ্গ  নিরপেক্ষ , সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসা কি কি ইত্যাদি । 

গুগল ম্যাপের এইসব ফিচার ব্যবহার করে নিরাপদ এবং আরও আনন্দদায়ক হোক আপনার ভ্রমণ । 

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ