Wednesday 26 March 2025
আন্তর্জাতিক

editor

প্রকাশ : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

সার্চ রেজাল্ট থেকে ক্যাশড বাটন সরিয়ে নিচ্ছে গুগল

টেকটক বাংলাদেশ ডেস্ক : অবশেষে গুগল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তাদের সার্চ রেজাল্ট থেকে ‘ক্যাশড’ বাটনটি সরিয়ে নেয়া হবে। এই ফিচারটির সুবাদে ব্যবহারকারীরা সর্বশেষ ভিজিট করা পেইজ এবং গুগলের ইনডেক্স করা পেইজ ব্যবহারকারীরা দেখতে পেতো। যখন কেউ পেইজ লোডিং হয় না তখন এটি বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।

এক্স নামে পরিচিত সাবেক টুইটারে দেয়া এক পোস্টে গুগল সার্চের ড্যানি সুলিভ্যান বলেছেন, অনেক কিছুর অনেক বেশি উন্নত হওয়ার কারণে সার্চ রেজাল্ট থেকে এই ফিচারটি সরিয়ে ফেলা হবে। তবে ফিচারটি সরিয়ে নেয়ার একেবারে নির্দিষ্ট কারণ উল্লেখ করেন নি তিনি। এই ‘ক্যাশড’ বাটনটি আগে সব সার্চ রেজাল্টের পাশেই থাকতো।

সম্প্রতি তা ‘অ্যাবাউট দিস রেজাল্ট’ অপশনের নিচে স্থানান্তর করা হয়েছিলো। ব্যবহারকারী যদি ওয়েবপেইজের খুব পুরনো সংস্করণ দেখতে চাইতো অথবা ডাউন হয়ে রয়েছে বা কাজ করছে না এমন ওয়েবপেইজ দেখতে হলে ব্যবহারকারীরা এই ক্যাশড বাটনটি ব্যবহার করা হয়। ব্যবহারকারীরা ওয়েবসাইটের বৈধতা চেক করতে চাইলে এবং এসইও ম্যানেজাররা তাদের পেইজের এরর চেক করতে চাইলে তাহলেও ক্যাশড ফিচারটি কাজে আসে।

জিও-বøক ওয়েবসাইটগুলোয় যেতে হলেও এই ক্যাশড বাটনের সাহায্য নেয়া যায়। ক্যাশড বাটনটি সার্চ রেজাল্ট থেকে চলে যাওয়ার পরেও ব্যবহারকারীরা গুগল সার্চ লিংকে ‘ক্যাশে’ যুক্ত করে ওয়েবপেইজের ক্যাশে সংস্করণটি ব্যবহার করতে পারবেন। কবে নাগাদ ক্যাশড বাটনটি সরিয়ে নেয়া হবে তা নিশ্চিত করে নি গুগল।

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ