Friday 11 October 2024
সফটওয়্যার

editor

প্রকাশ : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

উইন্ডোজের নতুন সংস্করণ আনছে মাইক্রোসফট

টেকটক বাংলাদেশ ডেস্ক : পরবর্তী পর্যায়ের উইন্ডোজ ভার্সন নির্মাণে কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুুক্তি কোম্পানি মাইক্রোসফট। অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে, নতুন সংস্করণটির নাম দেয়া হতে পারে উইন্ডোজ ১২ অথবা উইন্ডোজ ১১। 

জানা গিয়েছে, উইন্ডোজ ১১ এর সর্বশেষ ইন্টারনাল ক্যানারি বিল্ডে মাইক্রোসফট জার্মানিয়াম রিলিজ কোডনেম সংস্করণটির পরীক্ষা শুরু করেছে। বাজার বিশ্লেষকদের প্রত্যাশা ছিলো পরবর্তী ভার্সনকে উইন্ডোজ ১২ তে নামিয়ে নিয়ে আসবে মাইক্রোসফট।

তবে অন্যান্য একাধিক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মাইক্রোসফট উইন্ডোজ ১১ এর সাথেই থাকছে।  ২০২৪ সালের নতুন আপডেটের ক্ষেত্রে মাইক্রোসফট আগের উইন্ডোজ আপডেটগুলোয় ব্যবহৃত পিরিয়ডিক টেবিল প্যাটার্ন অনুসরন করবে। সামনে যে সংস্করণটি রিলিজ হবে তার নাম জার্মেনিয়াম উপাদানটির সাথে মিলিয়ে রাখা হবে। আগের সংস্করণের নাম কোবাল্ট ও নিকেলের সাথে মিলিয়ে রাখা হয়েছিলো।

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ