Wednesday 26 March 2025
বাংলাদেশ

editor

প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

রাজশাহীর হাইটেক পার্কে বিনিয়োগকারীদের স্পেস বরাদ্দপত্র বিতরণ ও চুক্তি স্বাক্ষর

টেকটক বাংলাদেশ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক রাজশাহীতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানসমুহের বরাদ্দপত্র বিতরণ ও চুক্তি সাক্ষর হয়েছে। 

এছাড়া স্মার্ট রাজশাহী ইনোভেশন চ্যালেঞ্জ`২৩ এর বিজয়ী দলের মাঝে প্রাইজ মানি বিতরণও বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে অনুষ্ঠিত হয়।

৩১ একর জমির ওপর নির্মিত রাজশাহী বঙ্গবন্ধু হাইটেক পার্কে বিনিয়োগকারী প্রতিষ্ঠানসমূহকে বরাদ্দপত্র প্রদান করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।



অনুষ্ঠানে ফাইভ স্টার হোটেল নির্মাণের জন্য সাইমন বিচ রেস্টুরেন্ট লিমিটেড, আইটি বিজনেস করার জন্য ফিউচার টেক এবং রিয়াল স্টার ইন্টারন্যাশনাল লিমিটেডকে স্পেস বরাদ্দ প্রদান করা হয়।

ওয়েলথি লাইফ পয়েন্ট লিমিটেড, মিক্সবাইট, বর্তনী, মেঘনাদ টাইমস, এটুজেড বিজ-কে জয় সিলিকন টাওয়ারে স্টার্টআপ প্রতিষ্ঠানের অনুকূলে ফ্রি স্পেস বরাদ্দ প্রদান করা হয়।

এছাড়া ফিউচার টেক, নেট্রো ক্রিয়েটিভ এবং বিজনেস অটোমেশন লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহী’র প্রকল্প পরিচালক এ. কে. এ. এম. ফজলুল হক উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ