Friday 11 October 2024
বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

আইসিটিতে বাজেট বরাদ্দ বাড়লেও কমলো টেলিকমে

টেকটক বাংলাদেশ : বৃহস্পতিবার ,৬ জুন জাতীয় সংসদে ২০২৪ – ২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বরাদ্দ বেড়েছে আইসিটি বিভাগে, কমেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে। 

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ২ হাজার ৮৭২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে আইসিটি বিভাগের জন্য । ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটের সাথে তুলনায় আইসিটি বিভাগের জন্য বাজেটে বরাদ্দ বেড়েছে ৪৮৯ কোটি টাকা।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য প্রস্তাবিত বাজেটে বরাদ্দ দেওয়া হচ্ছে ২ হাজার ৪২০ কোটি টাকা। আগের অর্থ বছরের চেয়ে ডাক ও টেলিযোগাযোগ খাতে বাজেটে বরাদ্দ কমছে ২৬৬ কোটি টাকা।

২০২৩-২৪ অর্থবছরে এই দুই বিভাগে সংশোধিত বাজেট ছিল যথাক্রমে ২ হাজার ৩৮৩ কোটি এবং ২ হাজার ৬৮৬ কোটি টাকা।

২০২৪-২৫ প্রস্তাবিত বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৩ হাজার ৫৭৩ কোটি টাকা।

৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ।

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ