Saturday 26 April 2025
আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

স্পেসএক্সের সহায়তায় কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপন করবে ভারত

ডেস্ক রিপোর্ট : চলতি বছরের মাঝামাঝি সময়ে স্পেসএক্সের ফ্যালকন- রকেটের মাধ্যমে মহাকাশে কমিউনিকেশন স্যাটেলাইট জিএসএটি-২০ প্রতিস্থাপন করতে যাচ্ছে ভারতের স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও) এই প্রথমবারের মতো ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের রকেট ব্যবহার করতে যাচ্ছে ভারত।

জিএসএটি-২০ স্যাটেলাইটের কল্যাণে টেলিকম সেবাপ্রদানকারীরা অনেক দ্রæতগতির ইন্টারনেট সরবরাহ করতে পারবে। স্যাটেলাইটটির ওজন চার হাজার ৭০০ কেজি; যা আইএসআরওর সবচেয়ে শক্তিশালী রকেট উৎক্ষেপন সক্ষমতার চেয়েও অনেক বেশি।

ফলে চার হাজার কেজির বেশি ভারী স্যাটেলাইট উৎক্ষেপনে ভারত মূলত ইউরোপিয় কোম্পানি আরিয়ানস্পেসের সাহায্য নেয়। তবে আরিয়ানস্পেনের ভারী স্যাটেলাইট উৎক্ষেপন রকেট আরিয়ান-ফাইভ জুলাই থেকে অবসরে রয়েছে। আর কারণেই প্রথমবারের মতো স্পেসএক্সের ফ্যালকন - ব্যবহার করবে ভারত। এই রকেটটি আট হাজার ৩০০ কেজির বেশি ওজনের স্যাটেলাইট বহনেসক্ষম।

 ইতোমধ্যে রকেটটি মহাকাশের ভিন্ন ভিন্ন গন্তব্যে ২৮৫টি ফ্লাইট পরিচালনা করেছে। ফ্যালকন ভারতীয় স্যাটেলাইটের ফ্লাইটটি পরিচালনার তত্ত¡াবধানে রয়েছে নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড (এনএসআইএল); এটি আইএসআরওর ব্যবসায়িক শাখা।

এনএসআইএল এক বিবৃতিতে জানিয়েছে, ‘এনএসআইএল এবং স্পেসএক্সের মধ্যে চুক্তির আওতায় ফ্যালকন- এর মাধ্যমে জিএসএটি-২০ স্যাটেলাইটটি উৎক্ষেপন করা হবে।

 

রয়টার্স / পিংকি 

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ