ডেস্ক রিপোর্ট : ভারতের
রাজ্য গুজরাটে বিনিয়োগের বিষয় নিয়ে জাপান,
দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের চিপনির্মাতা
কোম্পানিগুলোর সাথে আলোচনা করছে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চিপনির্মাণ
খাতকে বিশ্বে শীর্ষস্থানীয় করে তুলার লক্ষ্য
নিয়েছে ভারত। এরই ধারাবাহিকতায় দেশটির
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক হাজার
কোটি ডলার প্রণোদনার ঘোষণা
দিয়েছেন। ভারতের প্রধান ইন্ডাস্ট্রিয়াল কেন্দ্রস্থল গুজরাটে সম্প্রতি কিছু চিপ কোম্পানির
প্রতিনিধি বিনিয়োগ বিষয়ক আলোচনা করেন।
এছাড়া জাপানের চিপ ইন্ডাস্ট্রির নির্বাহি কর্মকর্তাদের সাথে কথা বলতে সেখানে গুজরাটের কর্মকর্তারাও গিয়েছিলেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সম্প্রতি রয়টার্সকে একথা জানান। রয়টার্সে দেয়া সাক্ষাতকারে তিনি আরো বলেন, ‘ আমরা জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর সাথে বিনিয়োগ বিষয়ক আলোচনা চালিয়ে যাচ্ছি।
তবে চুক্তির শর্তানুযায়ি
তিনি কোম্পানিগুলোর নাম প্রকাশ করেন
নি। ২০২১ সালে চিপনির্মাণ
নিয়ে ভারত তাদের প্রথম
উচ্চাভিলাষী পরিকল্পনা প্রকাশ করে। কিন্তুনানা জটিলতা
এবং কোন সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং
কারখানা না থাকার কারণে
পরিকল্পনা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে না।
এরআগে
গুজরাট সেমিকন্ডাক্টও কারখাসা নির্মাণের জন্য তাইওয়ানের কোম্পানি
ফক্সকন, যুক্তরাষ্ট্রের মেমোরি চিপ কোম্পানি মাইক্রন
টেকনোলজি ইনকরপোরেশনের সাথে আলোচনা করেছে।
আগামি
সপ্তাহে অনুষ্ঠেয় দ্বিবার্ষিক বিনিয়োগবিষয়ক সম্মেলন ভাইব্রান্ট গুজরাট গেøাবাল সামিটে
জ্বালানী, ইলেক্ট্রিক ভিহ্যকল এবং ইলেক্ট্রনিকস ম্যানুফ্যাকচারিংসহ
বিভিন্ন খাতে বিনিয়োগ আসবে
বলে আশা করা হচ্ছে।
টাইমস অব ইন্ডিয়া / পিংকি