Saturday 26 April 2025
আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ অ্যাপ কসকয়েন নিয়ে সতর্কতা

ডেস্ক রিপোর্ট : কসকয়েন নামে একটি ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ প্লাটফর্মে অর্থ লগ্নির বিষয়ে সতর্ক করে দিয়েছে যুক্তরাজ্যের পুলিশ।

প্লাটফর্মটিতে বিনিয়োগকৃত অর্থ তুলতে না পেরে এর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। এই প্লাটফর্মটি কস বা কসটেক নামেও পরিচিত।

প্লাটফর্মটির কর্তৃপক্ষ একে ‘শীর্ষস্থানীয় এআই কোয়ান্টেটেটিভ ট্রেডিং প্লাটফর্ম’ হিসেবে উল্লেখ করেছেন; যেখানে বিনিয়োকৃত অর্থ দ্বিগুন করা যায়। কিন্তু যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আসা অভিযোগে দেখা গিয়েছে মানুষ তাদের বিনিয়োগকৃত অর্থ তুলতে পারছেন না।

এরমধ্যে উত্তর-পূর্ব ইংল্যান্ডে ৭৮ জন ভুক্তভোগি মোট দুই লাখ ১৪ হাজার ৮৬৯ পাউন্ড লোকসানের কথা জানিয়েছেন। পুলিশ জানিয়েছেন, এসব ভুক্তভোগিদের মধ্যে প্রতিজন গড়ে দুই হাজার ৯০০ পাউন্ড করে লোকসান করেছেন। এ বিষয়ে নর্থ ইস্ট রিজিওনাল অর্গানাইজসড ক্রাইম ইউনিট (এনইআরওসিইউ) সতর্কবার্তা জারি করেছেন।

এই বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে কসকয়েনটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক। এটি পুঞ্জি বা পিরামিড স্কিমের মতো যেখানে আরো লোক যুক্ত করতে ব্যবহারকারীদেরকে প্রণোদনা দেয়া হয়।

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ