Saturday 26 April 2025
আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

তিনযুগ পর কীবোর্ডে পরিবর্তন আনছে মাইক্রোসফট

ডেস্ক রিপোর্ট : নতুন উইন্ডোজ ১১পিসিগুলোর কীবোর্ডে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) পরিচালিত চ্যাটবট কোপাইলট ব্যবহারের জন্য নতুন একটি কী যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট।

এটি হবে তিন দশকের মধ্যে মাইক্রোসফটের কী বোর্ডে সবচেয়ে বড় পরিবর্তন। সম্প্রতি এক ঘোষণায় একথা জানিয়েছে কোম্পানিটি। মাইক্রোসফটের নতুন এই কী এর মাধ্যমে উইন্ডোজ ১১ পিসিতে কোম্পানিটির এআই পরিচালিত চ্যাটবট কোপাইলট ব্যবহার করা যাবে।

এই কোপাইলট কী টি উইন্ডোজের ডান পাশে অল্টার এবং কন্ট্রোল বাটনের মাঝে থাকবে। এটি অব্যবহৃত থাকা মেনু কীর জায়গায় স্থলাভিষিক্ত হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক এআই গবেষণাধর্মী কোম্পানি ওপেনএআইয়ে বড় অংকের বিনিয়োগ রয়েছে মাইক্রোসফটের।

২০২৩ সালেই মাইক্রোসফট ৩৬৫ এবং সার্চইঞ্জিণ বিংয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে। অ্যাপলের ম্যাকবুকসে সিরি নামে এআই পরিচালিত বাটন যুক্ত করা হয়েছে। নতুন কীবোর্ড প্রসঙ্গে মাইক্রোসফটের নির্বাহি ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি বলেছেন, এটি ‘একটি স্মরণীয় মুহুর্ত।’

সর্বশেষ প্রায় ৩০ বছর আগে উইন্ডোজ কী সংযুক্ত করা হয়েছিলো। কোপাইলট কী ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরো ‘সরল’ ও ‘বিস্তৃত’ করবে। নতুন কী বোর্ডযুক্ত নতুন ল্যাপটপগুলো ফেব্রুয়ারি মাস থেকে পাওয়া যাবে।

বিবিসি

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ