Friday 11 October 2024
গেইম

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

বন্ধ হয়ে যাচ্ছে গেইম শো ‘কিম কার্দাশিয়ান : হলিউড’

ডেস্ক রিপোর্ট : রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ানের এক দশক ধরে বিপুল জনপ্রিয়তা মোবাইল গেইম শো ‘কিম কার্দাশিয়ান : হলিউড’ বন্ধ হয়ে যাচ্ছে।

ইতোমধ্যেই গেইমটি অ্যাপল এবং অ্যান্ড্রয়েডের অ্যাপ স্টোর থেকে
নামিয়ে ফেলা হয়েছে, তবে বর্তমান প্লেয়াররা আগামি ৮ এপ্রিল
পর্যন্ত এর ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।

২০১৪ সালে ‘কিম কার্দাশিয়ান:হলিউড’ শীর্ষক গেইমটি মুক্তি
দেয়া হয়। প্রচুর জনপ্রিয়তা পাওয়া গেইম শোটিতে খেলোয়াড়রা
খ্যাতি বৃদ্ধি করে এবং সোশ্যাল ল্যাডারে আরোহন করে তাদের এ তালিকার
স্বপ্ন পূরণ করে গিয়েছে।
গেইমটিতে বর্তমানে ৪৩ বছর বয়সী কিম কার্দাশিয়ানের পাশাপাশি বোন ক্লোয়ি কার্দাশিয়ান এবং মা ক্রিস জেনারের উপস্থিতিও লক্ষ্য করা গিয়েছে।

বিবিসি নিউজবিটে দেয়া এক বিবৃতিতে গেইম শো’টি বন্ধ করে দেয়ার বিষয়টি নিশ্চিত করে কিম বলেছেন, এই গেইমের কমিউনিটির মাধ্যমে তিনি ‘আজীবন অনুপ্রাণিত’ হবেন।
তিনি আরো বলেন, ‘গত দশ বছর ধরে যারা কিম কার্দাশিয়ান:হলিউড’ খেলেছন এবং ভালোবেসে গিয়েছেন তাদের প্রতি আমি অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞ।’ অন্যান্য বিষয়ে মনোযোগ দেয়ার জন্যই তিনি গেইমটি
থেকে সরে যাচ্ছেন বলেও জানান।

গেইমটির শিরোনামে একে ফ্রি-টু-প্লে শিরোনাম দেয়া হলেও
খেলোয়াড়দের বিভিন্ন ইভেন্ট, মডেলিং এবং ডেটিংয়ের মাধ্যমে ইন-
গেইম কারেন্সিকে স্টার ক্রয় করতে পারতো।

গেইমটি চলমান অবস্থায় ১৬ কোটি ডলারের বেশি আয় করেছে।
গেমিং সাইট পলিগনের মতে দশকের শীর্ষ ১০০ গেইমের তালিকায়
‘কিম কার্দাশিয়ান:হলিউড’ গেইমটি রয়েছে।

বিবিসি / 

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ