Saturday 26 April 2025
আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

কোয়ালকমের নতুন হেডসেট চিপ ব্যবহার করবে স্যামসাং ও গুগল

ডেস্ক রিপোর্ট : কোয়ালকমের তৈরি একটি নতুন কম্পিউটিং চিপ মিক্সড ও ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটে ব্যবহার করতে যাচ্ছে স্যামসাং ইলেক্ট্রনিকস এবং গুগল।

স্ন্যাপড্রাগন এক্সআরটু প্লাস জেন টু নামের এই কোয়ালকম চিপটি হেডসেটের ভেতরে থাকা ডজনখানের ক্যামেরার ডাটাগুলো নিয়ন্ত্রন করবে।

মূলত প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে স্যামসাং এবং গুগল ও মিক্সড-রিয়েলিটি হেডসেট তৈরি করছে। চলতি বছরই এ ধরনের ভিশন প্রো হেডসেট বাজারে আনকে অ্যাপল। এ ধরনের হেডসেটে ক্যামেরার মাধ্যমে বর্হিবিশ্বের দৃশ্যগুলো ব্যবহারকারীর কাছে তুলে ধরা হয়।

ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ বিশ্লেষক মিং-চি বলেছেন, ভিশন প্রো হেডসেটগুলোর দাম শুরু হবে তিন হাজার ৫০০ ডলার থেকে। হেডসেটটিতে অ্যাপলের কিছু ল্যাপটপের মতো কাস্টম-ডিজাইন করা চিপ ব্যবহার করা হবে।

ফেব্রুয়ারির শুরু থেকেই এই হেডসেট বিক্রি শুরু করতে অ্যাপল। তবে কোন পণ্যগুলিতে নতুন কোয়ালকম চিপ ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে তা এখন পর্যন্ত নির্দিষ্ট করে নি গুগল এবং স্যামসাং। 

রয়টার্স

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ