Saturday 26 April 2025
আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে লেখকদের মামলা

ডেস্ক রিপোর্ট : কৃত্রিম বুদ্ধিত্তা নিয়ে গবেষণাধর্মী কোম্পানি ওপেনএআই এবং এর আর্থিক পৃষ্ঠপোষক মাইক্রোসফটের বিরুদ্ধে ম্যানহাটন ফেডারেল কোর্টে মামলা করেছেন দুজন নন-ফিকশন লেখক।

মামলায় দাবি করা হয়েছে অভিযুক্ত কোম্পানিদুটি জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি এবং অন্যান্য এআইভিত্তিক এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দেয়ার জন্য লেখকদের কাজ অপব্যবহার করা হয়েছে।

এ মামলায় লেখক নিকোলাস বেসবেনস এবং নিকোলাস গ্যাজ অভিযোগ করেছেন, ওপেনএআইয়ের জিপিটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রশিক্ষিত করতে যেসব ডাটা ব্যবহার করা হয়েছে সেখানে তাদের লেখা বইও রয়েছে; যা রীতিমতো কপিরাইট লঙ্ঘন।

এসব অভিযোগ নিয়ে মাইক্রোসফট এবং ওপেনএআইয়ের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয় নি।

এর আগেও এআই প্রোগ্রামগুলিকে প্রশিক্ষণ দেয়ার অভিযোগে কমেডিয়ান সারাহ সিলভারম্যান থেকে শুরু করে ‘গেম অব থ্রোনসের’ লেখক জর্জ আর.আর মার্টিনের মতো ফিকশন এবং ননফিকশন লেখকরা মামলা করেছেন।

একই ধরনের অভিযোগ নিয়ে গত সপ্তাহে ওপেনএআই এবং মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা দায়ের করে নিউইয়র্ক টাইমস।

রয়টার্স

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ