Friday 3 May 2024
গেইম

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

ভিডিও গেমস ব্যবসা বিক্রি করে দিচ্ছে বাইটডান্স

ডেস্ক রিপোর্ট : টিকটকের সত্তাধিকারী কোম্পানি বাইটডান্স তাদের গেমিং ব্যবসার সব অ্যাসেট বিক্রি করতে যাচ্ছে।

এ নিয়ে বিশ্বের বৃহত্তম ভিডিও গেমস কোম্পানি টেনসেন্টসহ বিভিন্ন ক্রেতাদের সাথে আলোচনা করছে।

গেমিং ইন্ডাস্ট্রি থেকে নিজেদের সরিয়ে নেয়ার পরিকল্পনার অংশ হিসেবেই গেমিং অ্যাসেটগুলো বিক্রি করে দিবে চীনের এই কোম্পানিটি।

বাইটডান্সের মুখপাত্র জানিয়েছেন বিভিন্ন ক্রেতাদের সাথে আলোচনা চলছে; তবে এখন পর্যন্ত কোন চুক্তি হয় নি। বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ি, ‘ক্রিস্টাল অব অ্যাটল্যান্ড’ এবং আর্থ:রিভাইভাল’সহ বাইটডান্সের গেমিং ইউনিট নিউভার্সের প্রকাশিত ভিডিও গেমসগুলো নিয়ে একটি চুক্তির বিষয়ে টেনসেন্টের সাথে আলোচনা চলছে। এ বিষয়ে টেনসেন্টের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয় নি।

গত নভেম্বরে বাইটডান্স জানিয়েছিলো, তারা নিউভার্সকে ঢেলে সাজাবে এবং গেমিং ব্যবসা থেকে সরে এসে অন্যান্য মূল ব্যবসায় গুরুত্ব দিবে। বৈশ্বিক ভিডিও গেমসের ১৮৫ বিলিয়ন ডলারের বাজারে পাঁচ বছর আগে একটি শক্ত অবস্থান তৈরির পর এ ব্যবসা থেকে সরে দাঁড়াচ্ছে বাইটডান্স।

জানা গিয়েছে, ইতোমধ্যেই অপ্রকাশিত ভিডিও গেম নিয়ে কাজ করা বন্ধ করে দিয়েছে বাইটডান্স এবং প্রকাশিত ভিডিও গেমগুলোর টাইটেল সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছে কোম্পানিটি। বাইটডান্সের আরেক গেমিং ইউনিট মুনটনের জন্যও ক্রেতা খোঁজা হচ্ছে।

একটি সময়ে বাইটডান্সের সাথে টেনসেন্টের সম্পর্ক তীব্র প্রতিযোগিতার হলেও বর্তমানে উভয়পক্ষই খুব উষ্ণ সময় পার করছে।

সম্প্রতি টেনসেন্টের প্রকাশিত ‘ড্রিমস্টারের’ প্রচারণায় বাইটডান্সের বিজ্ঞাপন নেটওয়ার্কের বেশ ব্যবহার হয়েছে।

রয়টার্স

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ