Saturday 26 April 2025
আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

তুরস্কে মেটাকে দৈনিক দেড় লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হবে

ডেস্ক রিপোর্ট : ফেসবুক সত্ত্বাধিকারী কোম্পানি মেটাকে দৈনিক ৪ দশমিক ৮ মিলিয়ন লিরা বা এক লাখ ৬০ হাজার ডলার জরিমানা আরোপের সিদ্ধান্ত নিয়েছে তুরস্কের কম্পিটিশন অথরিটি।

পূর্বের একটি তদন্তে পর্যাপ্ত তথ্য না দেয়ার কারণে এই জরিমানা আরোপ করা হবে।

এক বিবৃতিতে তুর্কিশ কম্পিটিশন বোর্ড জানিয়েছে ,২০২২ সালে অনলাইন ভিডিও বিজ্ঞাপন মার্কেট নিয়ে এক তদন্তে মেটাকে আইনের লঙ্ঘন প্রতিরোধ এবং বাজারে প্রতিযোগিতা পুনঃস্থাপন নিয়ে মেটা যে ধরনের পদক্ষেপ নিয়েছে সে বিষয়ক নথিপত্র উপস্থাপনের নির্দেশ দেয়া হয়।

তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, বোর্ডে উপস্থাপন করা মেটার পদক্ষেপগুলিতে তারা ব্যখ্যা খোঁজে পায় নি।

আর এ কারনেই যতদিন পর্যন্ত চূড়ান্তভাবে তথ্য না পাওয়া যাবে ততদিন দৈনিক জরিমানা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১২ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। 

রয়টার্স

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ