Friday 3 May 2024
গ্যাজেটস

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাচ্ছে গ্যালাক্সি ট্যাব এ৯প্লাস

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্র বাদে পুরো বিশ্বেই গত বছর গ্যালাক্সি ট্যাব এ৯প্লাস নিয়ে আসে স্যামসাং। এবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের বাজারেও প্রবেশ করলো স্যামসাংয়ের এই সাশ্রয়ী মূল্যের ট্যাবটি।

মার্কিন ক্রেতাদের জন্য ট্যাবটির দাম শুরু হচ্ছে ২১৯ ডলার থেকে। স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব এ৯প্লাস একটি সাশ্রয়ী মূল্যের অ্যান্ড্রয়েট ট্যাব। ডিভাইসটিতে স্যামসাং ইকোসিস্টেমের সাথে অনেক গুরুত্বপূর্ণ ফিচারও রয়েছে। যদিও এসব ফিচার স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজের মতো চটকদার নয়।

ট্যাব এস৯ সিরিজের ডিভাইসগুলো দেখতে যেমন তেমনি দামেও চড়া। এ কারণেই অপেক্ষাকৃত কম দামের ট্যাব এ৯প্লাস বাজারে এনেছে স্যামসাং। ট্যাব এ৯প্লাস এ রয়েছে ৯০ হার্টজের ১১ ইঞ্চির এফএইচডিপ্লাস ডিসপ্লে, হুডের নিচে একটি ৬৯৫ ¯œ্যাপড্রাগন প্রসেসর।

গ্রাহকরা ৪ অথবা ৮জিবি র‌্যাম এবং ৬৪ জিবি অথবা ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের মধ্যে নিজেদেও জন্য সুবিধাজনটি বেছে নিতে পারবেন। ট্যাবটিতে আরো আছে সাত হাজার ৪০ মিলিঅ্যাম্পায়র আওয়ার ব্যাটারি এবং অপশনাল এলটিই ও রয়েছে।

পাঁচ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও রয়েছে ট্যাবটিতে। ওয়াইফাই ৫ এবং ডলবি অ্যাটমস অডিও সমর্থন করবে ট্যাব এ৯প্লাস। আগামি কয়েক বছরের জন্য ডিভাইসটিতে ত্রৈমাসিক সিকিউরিটি আপডেট দেয়া হবে ।

এছাড়াও বাদবাকি সময়েও ট্যাবটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড আপডেট দেয়া হবে। স্যামসায়ের নিজস্ব ওয়েবসাইট স্যামসাং ডট কম ছাড়াও বেস্ট বাই এবং অ্যামাজনের অনলাইন স্টোরেও গ্যালাক্সি এ৯ পাওয়া যাচ্ছে।

ট্যাবটি কিনলে ৫০ ডলারের ‘বুক কভার’ পাওয়া যাচ্ছে বিনামূল্যে। 

গ্যাজেট ৩৬০/ পিংকি 

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ