Friday 3 May 2024
গেইম

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

সুইসাইড স্কোয়াড গেইম শো নিয়ে সমালোচনা

ডেস্ক রিপোর্ট : আগামি ২ ফেব্রুয়ারি প্রকাশ হতে যাওয়া ওয়ার্নার ব্রোসের ভিডিও গেইম শো সুইসাইড স্কোয়াড নিয়ে এরইমধ্যে নেতিবাচক সমালোচনা সৃষ্টি হয়েছে।

চলতি সপ্তাহে গেইমটি নিয়ে প্রকাশিত প্রিভিউ ইতিবাচক নয়। গেইমটি ঘিরে নেতিবাচক মনোভাব তৈরি হওয়ার একটি কারণ এর দূর্বল ফ্রাঞ্চাইচি। অন্য কারণটি হচ্ছে গেইমটি এমন চলতি প্রবনতা অনুসরন করেছে বিগত বছরগুলোয় যা অনেক হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি করেছে।

গেইমটি তৈরি করেছে লন্ডনভিত্তিক ডেভেলপার রকস্টিডি স্টুডিওস । এই ডেভেলপার ব্যাটম্যঅন:আরখাম সিরিজের গেইমশো নির্মাণ করে একসময় গেইম শিল্পে রীতিমতো বিল্পব ঘটিয়েছিলো।

উদ্ভাবনমূলক গেইমপ্লে এবং মৌলিক গল্পের ব্যবহার করে এই গেইমশো অন্যন্য হয়ে উঠেছিলো।

সবশেষে বলা যায় প্রিভিউর চেয়েও যদি গেইম শোটি ভালো করে তাহলেও আরখাম ভক্তরা রকস্টিডির থেকে প্রত্যাশা পূরণ হবে না।

সুইসাইড স্কোয়াড একটি অনলাইন লাইভ-সার্ভিস গেইম, যেখানে কসমেটিক মাইক্রোট্রানজেকশন এবং কনটেন্টের স্ট্রিম রয়েছে।

ব্লুমবার্গ / পিংকি 

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ