Saturday 26 April 2025
আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

বিশ্বের সেরা গরুর মাংস উৎপাদন করতে চান জাকারবার্গ

ডেস্ক রিপোর্ট : ফেসবুক, ইনস্টাগ্রাম সত্ত¡াধিকারী কোম্পানি মেটার সিইও মার্ক জাকারবার্গ এবার অতিউন্নত মানের গরুর মাংস উৎপাদন ব্যবসায় মনোযোগ দিয়েছেন।

হাওয়াইয়ের কোউলাও র‌্যাঞ্চে তিনি ওয়াগিউ এবং অ্যাঙ্গাস প্রজাতির গবাদি পশু পালন শুরু করেছেন। সম্প্রতি ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়টি জানান জাকারবার্গ।

জাকারবার্গ পোস্টে জানান কিভাবে তার খামারে গবাদি পশুগুলো বড় করা হবে। জাকারবার্গ জানান প্রাথমিকভাবে গবাদিপশুগুলোকে ম্যাকাডেমিয়া খাবার খাওয়ানো হবে এবং খামারেই উৎপাদিত বিয়ার খাবে এসব পশু।

তিনি সম্পূর্ণ স্থানীয় এবং স্বয়ংসম্পূর্ণ উৎপাদন চক্র প্রতিষ্ঠা করতে চাইছেন। প্রতিটি গরুর জন্য বছরে পাঁচ হাজার থেকে দশ হাজার পাউন্ড খাবার লাগবে এমন হিসাব করে ম্যাকাডেমিয়া গাছের জন্য পর্যাপ্ত পরিমান জমিও বরাদ্দ করা হয়েছে।

জাকারবার্গ ফেসবুকে লিখেছেন, ‘আমার লক্ষ্য বিশ্বের সবচেয়ে ভালোমানের গরুর মাংস উৎপাদন করা। আমার সব প্রকল্পের মধ্যে এটি সবচেয়ে আকর্ষণীয়।’

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত মাসিক সাময়িকি ওয়ারডের গত বছরের ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, হাওয়াইয়ে এক হাজার ৪০০ এক ‘টপ-সিক্রেট কম্পাউন্ডে’ এখন পর্যন্ত ১০ কোটি ডলার বিনিয়োগ করেছেন।

এখানে তিনি ক্রমান্বয়ে বিভিন্ন ভবন, জিম, টেনিস কোর্ট, স্পা কেন্দ্র এবং একটি ভূগর্ভস্থ্য বাঙ্কার নির্মাণের পরিকল্পনা করছেন।

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ