ডেস্ক রিপোর্ট : তিনটি সিরিজে গেমিং ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে আসুস রিপাবলিক অব গেমারস (আরওজি)।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রযুক্তিপণ্যের সবচেয়ে বড় আয়োজন কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৪ এ ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।
আরওজি জেফাইরাস সিরিজ: পোর্টেবল গেমিংকে জেফাইরাস সিরিজের জি১৪ ও জি১৬ আপগ্রেডের মাধ্যমে একটি নতুন মাত্রায় নিয়ে এসেছে আরওজি। যেখানে সমন্বয় করা হয়েছে প্রযুক্তি, পারফরম্যান্স ও ডিজাইন। প্রসেসর হিসেবে জি১৪ ল্যাপটপে রয়েছে এমডি রাইজেন৯ ও জি১৬-এ রয়েছে ইন্টেল কোর আই ৯ প্রসেসর ১৮৫এইচ পর্যন্ত।
দুটি ল্যাপটপেই রয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স জিপিইউ। আরওজি স্ট্রিক্স স্কার ১৬ ও স্কার ১৮: আরওজি স্ট্রিক্স স্কার ১৬ ও স্কার ১৮ ল্যাপটপগুলোয় উন্নত পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই ৯ প্রসেসর ১৪৯০০এইচএক্স ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৯০ পর্যন্ত ল্যাপটপ জিপিইউ। এর থার্মাল ডিজাইনে সিপিইউ আর জিপিইউতে রয়েছে কন্ডাক্টোনট এক্সট্রিম লিকুইড মেটাল ও ট্রাই-ফ্যান প্রযুক্তি। ল্যাপটপগুলোর ডিসপ্লে ১৮ ইঞ্চির মিনি এলইডি।
১০০ ওয়াট ইউএসবি-সি চার্জিংসহ ৯০ ওয়াট ব্যাটারির সুবিধা পাওয়া যাবে এতে। এছাড়া এ সিরিজের ফিচারে আরো আছে গেমার-ফ্রেন্ডলি কি- বোর্ড, থান্ডারবোল্ট টিএম ৪, ২ দশমিক ৫ জিবিপিএস (গিগাবিট প্রতি সেকেন্ড) ল্যান, ওয়াই-ফাই ৬ই ইত্যাদি। আরওজি স্ট্রিক্স জি১৬ ও জি১৮: আরওজি স্ট্রিক্স জি১৬ ও জি১৮ ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই ৯ প্রসেসর ১৪৯০০এইচএক্স ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৮০ পর্যন্ত ল্যাপটপ জিপিইউ।
অপ্টিমাল কুলিং পারফরম্যান্সের জন্য এতে রয়েছে কন্ডাক্টোনট এক্সট্রিম লিকুইড মেটালসহ ট্রাই-ফ্যান প্রযুক্তি ও একটি পূর্ণ ভেন্ট। গেমার- ফ্রেন্ডলি ফিচারের মধ্যে রয়েছে প্রশস্ত টাচপ্যাড, বড় অ্যারো-কী, থান্ডারবোল্ট ৪-এর সমর্থন, আরজিবি কি-বোর্ড, ১ জিবিপিএস ল্যান, ওয়াই-ফাই ৬ই এবং ৭২০পি এইচডি ক্যামেরা।
ভোল্ট গ্রিন ভার্সনে এ ল্যাপটপে দেখা যাবে আরজিবি আরওজি লোগো এবং নতুন আরওজি ¯øাশ ডিজাইন। ডিভাইসগুলোর দাম সম্পর্কে কিছু জানায়নি আসুস।